Anklon
Anklon
Wednesday, February 19
ভাষার মাসে নিজের ভাষায় নিজের দেশের নাম।
Wednesday, December 18
নিজের চেয়ে ভাল বেস্ট ফ্রেন্ড পৃথীবিতে বোধহও পাওয়া অসম্ভব।
যত কিছুই হউক তুমি কখনও তোমাকে ছেরে যাবে না। যাওয়া সম্ভবও না,কিন্তু যাওয়া সম্ভব হলেও কি তুমি যারে?
যখন নিজেকে অনেক তুচ্ছ মনে হয়,যখন মনে হয় আমার কিছু নেই তখন তোমার সত্ত্বাই তোমার পাশে এসে দারাবে, তোমার পাশে এসে তোমাকে তোমার গান শোনাবে যদি তুমি অনুমতি দাও। তোমার সত্ত্বাকে যদি জিজ্ঞেস কর তোমার কি নেই, সে যেমন তোমার অজ্ঞতা আর অক্ষমতার বিশাল লিস্ট তোমার হাতে ধরিয়ে দেবে ঠিক তেমনি তোমার সত্ত্বাকেই যদি তোমার নিজের প্রসংসা করতে বল,সেই তোমাকে তোমার গুনগান গেয়ে একজন মহান ব্যাক্তির সমতুল্য করে তুলবে। এখন দায়িত্ব তোমার;তুমি তোমাকে কি প্রশ্ন করবে??
জীবনের পথ চলতে চলতে যদি আবিষ্কার কর তুমি আর পথ পাচ্ছা না,হাহাকার না করে নিজের সত্ত্বার কাছে পথের দীশা চাও। তোমার অতীত সত্ত্ব তার সব নষ্টালজি দিয়ে তোমাকে উপস্থাপন করবে তোমার সামনে, তোমার আতীত সত্ত্বা তোমাকে জানাবে তুমি কে, কোথা থেকে তোমার এই পথযাত্রা শুরু।আর তোমার স্বপ্নসত্ত্বা তোমাকে দিয়ে যাবে তোমার লক্ষের ফটোগ্রাফ। তোমাকে দিয়ে যাবে ক্লান্তি দূর করার জন্য এক গ্লাস প্রেরনা। আর বর্তমান? সে তো তোমার ই অতীত আর ভবিষ্যতের এক সেতুবন্ধন, একই সাথে অতীতের স্মৃতী সংরক্ষন আর ভবিষ্যতের প্রস্তুতী গ্রহন।
বাস্তব সত্ত্বা??? সে তো তোমার স্বপ্নসত্ত্বাকে আটকাবার এক শক্ত বেড়ি। সে তোমাকে দেখাবে জীবনের কাঠিন্য,দেখাবে নিষ্ঠুরতা। কিন্তু আড়াল করবে ঠিক তোমার চারপাশে পরে থাকা একা গুচ্ছ আবেগ,এক গ্লাস ভালবাসা আর এক আকাশ স্বপ্ন। বাস্তবতা এমন এক ছাঁচ যা কিনা তোমাকে তোমার আকার হতে বিকৃত করে বানিয়ে দেবে আর দশ জন স্বাধারন মানুষের ছাঁচে।
যদি কখনও দেখ তোমার চারপাশে ভালবাসা নেই, যদি কখনও ভাব তোমার কেউ নেই , যদি তোমার একাকিত্ব তোমাকে কুড়ে কুড়ে খায় তাহলে তোমার সত্ত্বকেই তুমি তোমার ভাবনার ঠিক উল্টো প্রশ্ন কর;
দেখবে সে তোমার ভাবনাকে মিথ্যা করে উল্টোটাকেই সত্য করে দিবে। কারন এইটাই তোমার সত্ত্বা ।
সত্ত্ব হল তোমার এমন এক অংশ যা পৃথীবির যাবতীয় সৌন্দর্য, ভালবাস আর স্বপ্নকে ধারন করে। সেই সত্ত্বাকে তুমি চাও কি চাও না এটা এখন তোমার হাতে।
যত কিছুই হউক তুমি কখনও তোমাকে ছেরে যাবে না। যাওয়া সম্ভবও না,কিন্তু যাওয়া সম্ভব হলেও কি তুমি যারে?
যখন নিজেকে অনেক তুচ্ছ মনে হয়,যখন মনে হয় আমার কিছু নেই তখন তোমার সত্ত্বাই তোমার পাশে এসে দারাবে, তোমার পাশে এসে তোমাকে তোমার গান শোনাবে যদি তুমি অনুমতি দাও। তোমার সত্ত্বাকে যদি জিজ্ঞেস কর তোমার কি নেই, সে যেমন তোমার অজ্ঞতা আর অক্ষমতার বিশাল লিস্ট তোমার হাতে ধরিয়ে দেবে ঠিক তেমনি তোমার সত্ত্বাকেই যদি তোমার নিজের প্রসংসা করতে বল,সেই তোমাকে তোমার গুনগান গেয়ে একজন মহান ব্যাক্তির সমতুল্য করে তুলবে। এখন দায়িত্ব তোমার;তুমি তোমাকে কি প্রশ্ন করবে??
জীবনের পথ চলতে চলতে যদি আবিষ্কার কর তুমি আর পথ পাচ্ছা না,হাহাকার না করে নিজের সত্ত্বার কাছে পথের দীশা চাও। তোমার অতীত সত্ত্ব তার সব নষ্টালজি দিয়ে তোমাকে উপস্থাপন করবে তোমার সামনে, তোমার আতীত সত্ত্বা তোমাকে জানাবে তুমি কে, কোথা থেকে তোমার এই পথযাত্রা শুরু।আর তোমার স্বপ্নসত্ত্বা তোমাকে দিয়ে যাবে তোমার লক্ষের ফটোগ্রাফ। তোমাকে দিয়ে যাবে ক্লান্তি দূর করার জন্য এক গ্লাস প্রেরনা। আর বর্তমান? সে তো তোমার ই অতীত আর ভবিষ্যতের এক সেতুবন্ধন, একই সাথে অতীতের স্মৃতী সংরক্ষন আর ভবিষ্যতের প্রস্তুতী গ্রহন।
বাস্তব সত্ত্বা??? সে তো তোমার স্বপ্নসত্ত্বাকে আটকাবার এক শক্ত বেড়ি। সে তোমাকে দেখাবে জীবনের কাঠিন্য,দেখাবে নিষ্ঠুরতা। কিন্তু আড়াল করবে ঠিক তোমার চারপাশে পরে থাকা একা গুচ্ছ আবেগ,এক গ্লাস ভালবাসা আর এক আকাশ স্বপ্ন। বাস্তবতা এমন এক ছাঁচ যা কিনা তোমাকে তোমার আকার হতে বিকৃত করে বানিয়ে দেবে আর দশ জন স্বাধারন মানুষের ছাঁচে।
যদি কখনও দেখ তোমার চারপাশে ভালবাসা নেই, যদি কখনও ভাব তোমার কেউ নেই , যদি তোমার একাকিত্ব তোমাকে কুড়ে কুড়ে খায় তাহলে তোমার সত্ত্বকেই তুমি তোমার ভাবনার ঠিক উল্টো প্রশ্ন কর;
দেখবে সে তোমার ভাবনাকে মিথ্যা করে উল্টোটাকেই সত্য করে দিবে। কারন এইটাই তোমার সত্ত্বা ।
সত্ত্ব হল তোমার এমন এক অংশ যা পৃথীবির যাবতীয় সৌন্দর্য, ভালবাস আর স্বপ্নকে ধারন করে। সেই সত্ত্বাকে তুমি চাও কি চাও না এটা এখন তোমার হাতে।
Saturday, May 22
Saturday, May 8
The First Bangla Ambigram of Mine
Bangla is a very complicated language than English.English has only 26 words when Bangla has 11 vowel & 39 consonant and many short-cart symbolic word.So it seems more difficult to make an ambigram than English.But it's fun.And for fun I made many bangla ambigram.This is my first one.It seems not so beautiful but it is an ambigram.It means my nickname.I love to do this work.
Tuesday, March 16
KOBI O KOBITA
Sunday, February 28
"anklon/Piya/Linklon"
This ia the diamond ambigram of "anklon/Piya/Linklon".Piya is my elder sweet sister's name and Linklon is my elder brother's name.I think this is my best ambigram I even creat.I have spend many time to creat this and at last I succeed.I wish I can make more beautiful ambigram like this great one of mine.
Saturday, February 27
a symmetrical ambigram of "anklon"
Thursday, February 25
wonderful experience.. in book-fair,rain and brinjal-fry
yesterday i went to book-fair with my sister and her friends.i filled boring first but i didn't know how wonderful times waited for me.in book fair i met with Buro(Relation) and baki.than my time started.sky became dark at once,wind blow which made us excited.we gave our book to my sister and stated walking to open ourself to rain.rain started as we amazed by it.it turns into hailstorm.the hails were small at the beginning so we can stay but when the hails become more speedy and larger se ran to find shelter and safe ourself under a projector cloth.the whole book fair turn into a place of water and mud.so we had to leave that place.at Shabag we waited long time for bus an at last we got up Rupali bus without ticket though it is ticket-counter bus.but it's not problem because it's Bangladesh.but a old man started to shouting about that against bus-conductor.we reached at Farmgate in crowd.but the old man was right.so no one could tell him anything.but we were facing a new problem 'cold".When rain again come we were in no mode to go.then we eat brinjal-fry.hot hot HOT.what a great test we filled.I can't explain that.you should imagine what i fill by eating hot brinjal-fry in cold.imagine!
Sunday, February 14
a valentines day
actually in bangladesh onle young generation especially those have girlfriend or boyfriend celebrate valentines day.but valentines day is for shoeing love to all,for people around us.so espacially this day we should show love for every people around us.then we can really say we celebrate a real valentines day.
Saturday, February 13
1st falgun wish to all
Subscribe to:
Posts (Atom)